বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদ্য প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানী জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এরপর শাজাহানপুর করবস্থানে তাকে দাফন করা হবে।
রুহুল আমিন গাজী মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত