রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগের আবু হাজী গলিতে মো: জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মীর হাজীরবাগের মৃত ফজর আলীর ছেলে জাহাঙ্গীর। রবিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। তিনি বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাতিজা মো: রুবেল জানিয়েছেন, বাসার অদূরে আবু হাজী গলিতে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তারা নিজেদের বাড়ি ভাড়া দিয়ে চলেন। এমনিতে তেমন কিছু করতেন না। আওয়ামী লীগ কর্মী ছিলেন বলেও জানিয়েছেন তিনি। তবে কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তৎক্ষনিক জানতে পারেননি।
তবে তার সাথে আসা আরেক জন বলেছেন, চাঁদাবাজি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে শুনেছেন। আসলে প্রকৃত ঘটনা এলাকায় যাওয়ার পর হয়তো জানা যাবে।
বিডি প্রতিদিন/নাজমুল