রাজধানীর গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে মুকুল শেখ (৩৭) নামে দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ভাই রাব্বানি শেখকেও বেদম মারধর করা হয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। মুকুল শেখ ও রাব্বানি শেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেনাচাপরি গ্রামের দুলাল শেখের ছেলে। তারা দুইজনই পেশায় দিনমজুর।
নিহতের ভাই রাব্বানি শেখ জানান, মাসখানিক আগে তারা দুইভাই মিরপুরের গাবতলী এলাকায় দিনমজুর কাজ নেন এবং গাবতলীর দীপ নগর এলাকাতে থাকেন। তাদের পরিবার গ্রামে থাকে। নিহত মুকুল শেখ এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী'র নাম হেনা খাতুন।
তিনি বলেন, আমাদের গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আর ওই বিরোধে জেরে রাত আনুমানিক ৮টার দিকে গাবতলীর দীপ নগর এলাকায় প্রায় ১৫/২০ জন আমাদের পথরোধ করে হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পেটায়।
এসময় আমাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আমাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১০ টা ৫০ মিনিটের দিকে মুকুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/নাজিম