রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজন বর্মন (১৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজন ধনিয়া কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী।
আহতের মা আত্মীয় মঞ্জু রানী বর্মন জানিয়েছেন, তাদের বাসা কাজলা পেট্রলপাম্পের পাশে।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ছেলে চা খেতে বের হয়ে বাড়ির পাশেরই একটি দোকানে যায়। সেখান থেকে এক যুবক তাকে ডেকে কিছুটা ভেতরের দিকে নিয়ে যায়। সেখানে তার সাথে আরও দুজন ছিল। তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে চায় তারা। সে বাধা দেওয়ায় তারা তাকে বুকে পিঠে, হাতে ছুরিকাঘাত করে। এবং তার চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ