রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, শজীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার আরিফুর রহমান এবং সমাজসেবা অফিসার নূর ই জান্নাতের সঞ্চালনায় কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মো. আসাদুজ্জামান।
রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনায় অংশগ্রহণ করেন রংপুরের পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুরের পুলিশ সুপার আবু সাইম, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমদ ইমতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার সদস্য সাজ্জাদ হোসেন পৃথিবী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান কলি প্রমুখ।
সমাপনী বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। আলোচনা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন