১২-দলীয় জোটপ্রধান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সংস্কার প্রত্যাশা করা ঠিক নয়। কারণ গত ১৬ বছর সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, চাঁদাবাজি, রাজত্ব কায়েম, ঘুষ, হয়রানি, দুঃশাসন ও অবিচার হয়েছে। এ অনিয়ম চাঁদাবাজি ছয় মাস বা এক বছরে দূর করতে পারবেন না। তাদেরও সীমাবদ্ধতা আছে।
বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ প্রতিদিন আয়োজিত রাজধানীর বসুন্ধরা সিটি কনফারেন্স হলে ‘নতুন বছরের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, নতুন বছরে আমার প্রত্যাশা দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়া। যে সরকার এ দেশ আবারও নতুন করে জাগিয়ে তুলবে। যারা ফ্যাসিস্ট দোসরদের সিন্ডিকেট ভাঙতে পারবে। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য মানুষের নাগালে আনতে পারবে।
তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলায় সমস্যা রয়েছে। দ্রব্যমূল্যের কশাঘাত এবং স্বৈরাচার সরকারের দোসররা ষড়যন্ত্র করছে। এটাকে এ সরকার ক্ষমতায় থেকে সমাধান করবে তার পরে নির্বাচন করবে এটা কখনো বাস্তবসম্মত নয়। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিক। জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক।