পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘ওয়ান স্টপ পেনশন সার্ভিস’ চালু করেছে পবা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন বলেন, ‘ওয়ান স্টপ পেনশন সার্ভিস একটা অনন্য উদ্যোগ। এর ফলে পেনশনের জন্য আর দিনের পর দিন হয়রানির শিকার হতে হবে না। বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সেবা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ ধরনের সেবা চালু করা হয়েছে। এখন আর পেনশন নিতে এসে কারও হয়রানির শিকার হতে হবে না। পেনশনভোগীদের কষ্ট লাঘব করতে প্রতি মাসে এ সেবা চালু থাকবে, যা ইতিমধ্যে একটি মাইলফলক হিসেবে বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।’
এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠভাবে নিষ্ঠার সাথে প্রতিপালন করছি। সেই লক্ষ্যে এই সার্ভিসের মাধ্যমে পেনশনভোগী, ঠিকাদার, সেবাগ্রহীতা ও তাদের পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে সেবাপ্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) মো. কামরুজ্জামান, ডিডিসিএ সেলিম ইউসুফ, এডিসিএ তাহরীমা আকতার, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, উপজেলা একাউন্টস অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম কামরুজ্জামান সহ উপজেলা একাউন্টস অফিস ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে- পেনশন পরিশোধ, লাইফ ভেরিফিকেশন, জিপিএফ হিসাব খোলা, সরকারি-কর্মচারীদের বেতন নির্ধারণ, বিভিন্ন ঋণ ও অগ্রিম পরিশোধ, জিপিএফ সুদগণনা করা ও সমাপ্তি জের নির্ধারণ, বেতন-ভাতাদির বিল এবং অনুদান ও প্রকল্পের ছাড়পত্র, অর্থের বিল পাস, উপজেলার কর্মচারীদের ইএফটি এর মাধ্যমে বেতন প্রদান, সরকারি কোষাগারে জমাকৃত অর্থের চালান ভেরিফিকেশন, ঠিকাদারদের বিল পরিশোধ, প্রকিউরমেন্ট বিল, সরবরাহ ও সেবা, মেরামত ও সংরক্ষণ এবং অন্যান্য খাতের বিল পাশ, ছুটির হিসাব সংরক্ষণ ও প্রত্যায়নপত্র প্রদান, হিসাব সংরক্ষণ ইত্যাদি সেবা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত