গাজীপুরে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা শামীমা নাসরিন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সহকারী তথ্য কর্মকর্তা নাইমুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত