রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক রী নিহত হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) ভোরে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।
নিহত ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে। তার পরনে ছিল হলুদ সালোয়ার ও কামিজ কালো বোরকা। হাজারীবাগ থানার এ এসআই সোহরাব হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার ভোরে বসিলা এলাকায় ডিউটি কালিন সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বসিলা ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী ও রাইড শেয়ারিং চালকসহ দুই জন ব্রিজের ঢালে পড়ে আছে। পরে গুরুতর অবস্থায় দুজনকে সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আহত রাইড শেয়ারিং চালককে গুরুতর আহত অবস্থায় ঢামেকের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে কোন যানবাহনের ধাক্কায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে তা জানা যায়নি। নিহত নারী ও আহত চালক উভয়ের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ