রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত তাজিদ চয়ন (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেল চালক মো. শাহেদ ( ১৭)
সোমবার দিবাগত রাত ২টার দিকে ধোলাইপাড় ডেন্টাল হাসপাতালের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মৃত আরাফাত কিশোরগঞ্জের কুলিয়ার চর উপজেলার জুতা ব্যাবসায়ী হুমায়ুন কবিরের ছেলে। বর্তমানে জুরাইন ঋষিপাড়া পরিবারের সঙ্গে থাকতো। দুই ভাই ও দুই বোনের মধ্যে আরাফাত ছিল বড়।
মৃতের বন্ধু মারুফুল ইসলাম বলেন, রাতে আরাফাত ও শাহেদের এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে সালাউদ্দিন তেল পাম্প থেকে তেল ভরে বের হবার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আল আমিন নামের এক পথচারী দুজনকে ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত শাহেদ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৃতের চাচা কামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে পুলিশের মাধ্যমে খবর পাই আরাফাত সড়ক দুর্ঘটনার স্বীকার হয়েছে। পরে দুপুরে ঢামেক হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।
সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন তালুকদার বলেন, সিমেন্টবাহী ট্রাক ও মোটরসাইকেলটি একই দিকে যাচ্ছিল সে সময় মোটরসাইকেলটি ওভারটেকিং করার সময় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুজন আহত হয়। পরে দু'জনকে মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত শাহেদ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনা সিমেন্টবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত