রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ অফিসারসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টায় রাজশাহীর তানোর উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম (৪৫)। তিনি রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল ইসলামের ছেলে। অপর নিহত হলেন-নগরীর শিরোইল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ (২৬)।
দুর্ঘটনার পরে ঘটনাস্থলে জাহিদ আলমের মৃত্যু হয়েছে। আর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তানোরের গোল্লাপাড়া এলাকার গোবিন্দর ছেলে ভূপেন (২৬) ও একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রিয়াজকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুরে এলাকা দিয়ে মোটরসাইকেল করে তারা যাচ্ছিল। এসময় একটি খড় বোঝাই গাড়ি ওভারটেক করার সময় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়। আর আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হবে।
বিডি প্রতিদিন/এমআই