বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত তিনদিন অর্থাৎ রবিবার, সোমবার ও মঙ্গলবারও বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল ঢাকা।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের মানদণ্ড অনুযায়ী ৩০১ এর বেশি স্কোর হলে বাতাস ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। ঢাকার স্কোর ৩৩০। আজ ঢাকার ৮ এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। ৬৬২ একিউআই স্কোর নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিম নাখালপাড়া সড়ক এলাকায়। এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (৫২৫), মহাখালীর আইসিডিডিআরবি (৫০৩), শান্তা ফোরাম (৪৬০), ঢাকার মার্কিন দূতাবাস (৪২৯), কল্যাণপুর (৪০০), পীরের রেল নাইন (৩৫৯) ও গুলশান লেক পার্ক (৩৩০) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
যদি কোনো এলাকায় দূষণের মান পরপর তিন দিন ৩০০-এর বেশি হয়, তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। রাজধানী ঢাকা টানা চারদিন বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে। সেই সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৩৯ গুণ বেশি। গত ডিসেম্বরের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ