রাজধানীর দক্ষিণখান থানার ময়নারটেক এলাকায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলে থাকা মুস্তাকিম ইসলাম মুগ্ধ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
আজ শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর বাবা ফিরোজ আল মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণখান ময়নারটেক এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আমার ছেলে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, আমার ছেলে মাইলস্টোন কলেজে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত। আমরা বর্তমানে দক্ষিণখানের চালাবন এলাকায় থাকি। আমাদের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দাত পাড়া গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, উত্তরা থেকে আহত অবস্থায় এক শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদের হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে জানিয়েছি।
বিডি প্রতিদিন/জুনাইদ