রংপুরে বেড়েছে নারী-শিশুর প্রতি সহিংসতা। ঘটছে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা। ধর্ষণের প্রতিবাদের বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও থেমে নেই এই সামাজিক অপরাধ। এসব অপরাধের ঘটনায় দুই একজন ধরা পড়লেও বাকিরা রয়ে যাচ্ছে অধরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি রংপুরের কাউনিয়ায় পাঁচ বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে সাজু মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগের দিন শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে। শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শিশুটি শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়ার জন্য সার্ভেয়ার রুহুল আমিনের (৫৫) বাড়িতে যায় ফুল সংগ্রহের জন্য। শিশুটি যখন তাদের বাড়ির ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে ঘরে নিয়ে ধর্ষণ করা হয়।
একই দিন বদরগঞ্জ উপজেলার একটি ভুট্টাখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর মুখটি ঝলসে গেছে এবং তার বাঁ হাতটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরঘাট ব্রাহ্মণপাড়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি রংপুর নগরীর বধুকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছুটির আগে শিক্ষার্থীরা মাঠে খেলা করছিল। এই সুযোগে সহকারী শিক্ষক ফারুক হোসেন ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। বিষয়টি জানতে পেরে পরদিন ওই ছাত্রীর বাবা-মাসহ এলাকাবাসী ওই শিক্ষকের বিচার চেয়ে স্কুলে বিক্ষোভ করতে থাকে। এ ঘটনায় পরদিন রাতে মেয়েটির মা বাদী হয়ে হারাগাছ থানায় ফারুক হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ রংপুরের কাউনিয়ায় নিখোঁজের ৪১ দিন পর সেনাবাহিনীর অভিযানে মাদ্রাসার শিশু শিক্ষার্থী দোলা মনির (৪) লাশ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা (বিজলের ঘুন্টি) গ্রামের আফজাল হোসেনের সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দোলা মনি কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর মহেশা গ্রামের দেলোয়ার মিয়ার কন্যা। এঘটনায় তিনজকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অপরাধ রোধে সামাজিক সচেতনতা তৈরি করা জরুরি।
এসব বিষয়ে রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, সম্প্রতি কতগুলো অপরাধ হয়েছে। এর একটি প্রেস রিলিজ দেয়া হবে। পুলিশ কাজ করছে।
বিডি প্রতিনিধি/হিমেল