২২ জানুয়ারি, ২০২৩ ১৩:৪০

বাংলাদেশ মেরিনার্স সোসাইটির বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ মেরিনার্স সোসাইটির বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিনার্স সোসাইটির (বিএমএস) পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২০ জানুয়ারি) সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বারিধারা ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

এ সময় মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ মেরিনার্স সোসাইটির বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মেরিনাররা প্রিয়জন তথা পরিবারের মায়া ত্যাগ করে দুঃসাহসিক পেশায় নিয়োজিত হয়ে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে যে অসামান্য অবদান রাখেন তা ত্যাগের মহিমায় যেমন অনন্য, তেমনি ব্যাপক সম্মানেরও। তাদের এই অবদানকে স্যালুট জানাই। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিনার্স সোসাইটি (বিএমএস) এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এ রশিদ। 

এতে উপস্থিত ছিলেন বিএমএস উপদেষ্টা ও শিপিং কর্পোরেশনের প্রাক্তন মহাপরিচালক ক্যাপ্টেন শফিকুল্লাহ্, সঙ্গীত শিল্পী রবী চৌধুরী, বিএমএস সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান ঢালী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রইস উদ্দিন-সহ বিএমএস এর সকল সদস্যবৃন্দ, তাদের পরিবারবর্গ ও অন্যান্য অতিথিবৃন্দ। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর