চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চান মিয়া মুন্সি লেন থেকে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার মহিউদ্দিন বিল্ডিং নামে একটি ভবনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- বাকলিয়া থানা জামায়াতের প্রকাশনা ও পাঠাগার সম্পাদক পটুয়াখালীর মো. ইউসুফ (৫৫), একই থানা শাখা শিবিরের স্কুলবিষয়ক সম্পাদক কুমিল্লা মনোহরগঞ্জের মো. হাসান আল বান্না (২৫) ও চানমিয়া মুন্সি লেন শাখার প্রচার সম্পাদক একই এলাকার হাসানুল মনজির (২৩)।
সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। বাসাটিতে আটক হওয়া তিন জামায়াত-শিবির নেতাকর্মী থাকেন। তারা বাসাটিকে পশ্চিম বাকলিয়া (উত্তর) শাখা শিবিরের গোপন কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন।
তিনি বলেন, ওই ভবনের পাঁচতলার একটি বাসায় তারা নাশকতার পরিকল্পনা করছিলেন।