রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের ২৩ নেতা-কর্মী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলার ঘটনায় ২৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে পাঁচজনকে আজীবন, সাতজনকে ২ বছর, তিনজনকে এক বছর, পাঁচজনকে ৬ মাস এবং তিনজনকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টায় এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া অপর এক ছাত্রলীগ নেতার মূল সনদ বাতিলসহ ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ করা হয়েছে বলেও জানা গেছে।

আজীবন বহিষ্কৃতরা হলেন- জাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কে এম নূরন্নবী সহসম্পাদক বিজয়, মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ, ছাত্রলীগ কর্মী এখতে খাইরুজ্জামান সঞ্চয়, কিশোর দাশ। বাকিদের নাম পাওয়া যায়নি। এ ছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল মাহমুদের মূল সনদ বাতিলসহ ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গেছে। জানা যায়, গত ২১ আগস্ট ভোর সাড়ে ৪টায় মওলানা ভাসানী হলের ৩য় তলায় আকস্মিক ছাত্রলীগের ঘুমন্ত নেতা-কর্মীদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। ওই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ ও সাংগঠনিক সম্পাদক নুরন্নবীর নেতৃত্বে প্রায় ১০-১৫ নেতা-কর্মী এ সময় লোহার পাইপ ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাংগঠনিক সম্পাদক হুমায়ুন গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় তারা ২৫টি কক্ষ ভাঙচুর করে। এতে ছাত্রলীগের ১৪ নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় ওই রাতেই এক জরুরি সিন্ডিকেট সভায় ১৬ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সর্বশেষ খবর