শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পরিবেশ উপমন্ত্রী জ্যাকব মপ ও কপ-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

পরিবেশ উপমন্ত্রী জ্যাকব মপ ও কপ-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

প্যারিসের ইউনেস্কো সদর দফতরে অনুষ্ঠিত 'মন্ট্রিল প্রটোকলের মিটিং অব দ্য পার্টিস (মপ)-এর ২৬তম সভায়' এবং 'ভিয়েনা কনভেনশনের কনফারেন্স অব দ্য পার্টিস (কপ)-এর দশম সভায়' বাংলাদেশের পক্ষে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। গত ২০ নভেম্বর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ) কর্তৃক প্যারিসের ইউনেস্কো সদর দফতরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বলিভিয়ার মি সিজার ভিনিকো মন্টেরো সুয়্যরেজ 'কপ'-এর এবং গুয়াতেমালার মি রড্রিগো সাইলেস লোরা 'মপ'-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর