বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

১৭ জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের জন্য ১৭ জেলায় সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, এসব জেলায় মোট প্রার্থীর সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৭৮ জন। চতুর্থ ধাপের পরীক্ষায় জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, যশোর, বরিশাল, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। প্রার্থীদের  মোবাইল  ফোনে আজ বৃহস্পতিবার থেকে এসএমএস পাঠানো হবে। এরপর ওয়েবসাইট www. dpe.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তারা। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর