মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

দ্বিগুণ লাভে পোশাক বিক্রি, জরিমানা

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের ঈদ বাজারেও দ্বিগুণ লাভে তৈরি পোশাক বিক্রির অভিযোগ উঠেছে। পাইকারি বাজার থেকে যে দামে বিক্রেতারা তৈরি পোশাক ক্রয় করেছেন, সে পোশাকের গায়ে তার দ্বিগুণ দামের স্টিকার লাগিয়ে তারা বিক্রি করছেন। এক দামে বিক্রির নামে গায়ে লেখা দামেই পোশাক বিক্রি করছেন অধিকাংশ ব্যবসায়ী। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরীর কয়েকটি অভিজাত পোশাক বিক্রির দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। দেখা গেছে, ভারতীয় বাজার থেকে তরুণীদের একটি পোশাক ক্রয় করা হয়েছে ৪ হাজার ৯৮৫ টাকায়। ওই পোশাকের গায়ে ৯ হাজার ৩৭৫ টাকা বিক্রয় মূল্যের স্টিকার লাগানো হয়েছে। দোকান মালিক রতন চৌধুরীর দাবি, ভ্যাট-ট্যাক্স, যাতায়াত খরচসহ পোশাকটির ক্রয়মূল্য পড়েছে ৬ হাজার ৩০০ টাকা। এ ছাড়া পোশাক বিপণি প্রতিষ্ঠান ‘দোয়েল’-এ যে গেঞ্জিতে ১৫০০ টাকার স্টিকার লাগানো হয়েছে চালান খুঁজে দেখা গেছে, ওই গেঞ্জি কেনা হয়েছে মাত্র ৭০০ টাকায়। অভিযান চালানো অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও দেখা গেছে একই চিত্র।

সর্বশেষ খবর