বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে আরও ৮ নতুন থানা

জনবল প্রস্তুত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আরও ৮ নতুন থানার কার্যক্রম শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরকালে আগামী ২২ ফেব্রুয়ারি থানাগুলো উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান। এর জন্য সব জনবল প্রস্তুত আছে বলেও জানান তিনি। গতকাল এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাহবুবর রহমান জানান, রাজশাহী মহানগরী ও পবা উপজেলা নিয়ে গঠিত এ ৮টি থানার কার্যক্রম শুরু হবে ১ মার্চ থেকে। ইতিমধ্যে কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত করা হয়েছে থানাগুলো। মাহবুবর রহমান বলেন, এতে করে মহানগরীতে মোট থানার সংখ্যা দাঁড়াবে ১২টি। আগে মহানগর এলাকার চারটি থানার আয়তন ছিল ২০৩ বর্গকিলোমিটার। এবার ১২টি থানার আয়তন ৯০০ বর্গকিলোমিটারে গিয়ে দাঁড়াবে। মহানগরীর চারটি ও পবা থানা ভেঙে গঠিত হবে এসব থানা। তিনি আরও বলেন, থানার কার্যক্রম শুরুর জন্য আমাদের জনবল প্রস্তুত আছে। প্রতিটি থানায় অফিসার ইনচার্জসহ ৩০ থেকে ৩৫ জন জনবল থাকবে। তবে গাড়ির জন্য আমরা আবেদন করেছি। আপাতত ভাড়া গাড়ি নিয়ে থানাগুলো চলবে। নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বোয়ালিয়া মডেল থানাকে পুনর্গঠিত করে দুটি থানা করা হবে। এর একটির নাম বোয়ালিয়া মডেল, অপরটি চন্দ্রিমা থানা। রাজপাড়া থানাকে ভেঙে রাজপাড়া ও কাশিয়াডাঙা থানা নবগঠিত হবে, মতিহার থানাকে পুনর্গঠিত করে মতিহার, কাঁটাখালী ও বেলপুকুর থানা হবে, শাহ মখদুম থানাকে পুনর্গঠিত করে শাহ মখদুম ও এয়ারপোর্ট থানা এবং পবা থানাকে পুনর্গঠিত করে পবা, কর্ণহার ও দামকুড়া থানা করা হবে।

সর্বশেষ খবর