মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক

দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও আর্থিক লেনদেন কমেছে। একই সঙ্গে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৯০ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ৩ পয়েন্ট। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭২০৭ পয়েন্টে। বাজারটিতে ২৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২২৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। গতকাল ডিএসইতে ৭০৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৭২২ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৫ কোটি ৮ লাখ টাকার বা ৬ শতাংশ। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে ৮৮টি বা ২৬.৩৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২০৫টি বা ৬১.৩৮ শতাংশ কোম্পানির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি বা ১২.২৮ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের শেয়ার। এ দিন কোম্পানির ৬৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ২৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিবিএস কেবলস। লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইউনিক হোটেল, আমান ফিড, ড্রাগন সোয়েটার, সামিট পাওয়ার, আইপিডিসি, সায়হাম টেক্সটাইল ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর