সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের বরিশাল বিভাগীয় সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির বিভাগীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ খন্দকার, শিক্ষক নেতা রফিকুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, আবদুর রহিম, ইমরান হোসেন, মিতালী রানী, হাফসা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, ৬ সেপ্টেম্বর তারা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ অহেতুক বাধা দিয়ে ৫ শিক্ষককে গ্রেফতার করে। এর প্রতিবাদসহ তাদের এক দফা দাবি আদায়ে সারা দেশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি জানান।

সর্বশেষ খবর