রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন যুবলীগের

নিজস্ব প্রতিবেদক

রাস্তার দুপাশে লাইনে দাঁড়িয়ে লাল-সবুজের পতাকা উড়িয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানালেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের হাজার হাজার নেতা-কর্মী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় যোগ দিতে গতকাল বেলা সাড়ে ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বেলা ২টার আগ থেকেই দক্ষিণ যুবলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে হাজির হন। গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে মৎস্য ভবনের রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে লাল-সবুজের জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা নেড়ে অভিনন্দন জানান সংগঠনের নেতারা। জিরো পয়েন্টে নিজে উপস্থিত থেকে এতে নেতৃত্ব দেন যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এ সময় নেতা-কর্মীরা ‘বারবার  দরকার শেখ হাসিনার সরকার’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দুই নয়ন, বাংলাদেশের উন্নয়ন’, ‘জনগণের ক্ষমতায়ন, শেখ হাসিনার উন্নয়ন’ ইত্যাদি স্লোগান দেন। স্লোগান ও পতাকা নেড়ে অভিনন্দনের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গাড়ির ভিতর থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন। যুবলীগ দক্ষিণের নেতা-কর্মী ছাড়াও ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু নেতাকে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর