শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল বিচারিক আদালতের দেয়া মামলার রায়ের অংশ     উপস্থাপন করেন। এর আগে ২০১৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মামলায় হুজির ১০ জঙ্গিকে গুলি করে মৃত্যুদ  কার্যকরের আদেশ দেন। রায়ে বলা হয়, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জনসভার আগে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল দুটি বোমা (৭৬/৮০ কেজি) উদ্ধার করে।

 বোমা দুটির বিষয়ে যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যায়, ওই বোমা এতই শক্তিশালী ছিল যে এর ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটলে এক কিলোমিটার ব্যাসার্ধ এলাকা পর্যন্ত ক্ষয়ক্ষতি হতো।

সর্বশেষ খবর