বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থী নির্যাতন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগে র‌্যাগিংয়ের নামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ‘আচরণ শেখানোর’ নাম করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জামার কলার ধরে মারধর, বাবা-মাকে গালিগালাজ ও মেয়েদের প্রপোজ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বেলা ১১টার দিকে বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের বাইরে নিয়ে এ নির্যাতনের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা  গেছে।   একাধিক শিক্ষার্থী জানান, গত সোমবার বাংলা বিভাগের প্রথম বর্ষের ওরিয়েন্টাল ক্লাস হয়। ওই দিন ওরিয়েন্টশন শেষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নানাভাবে র‌্যাগিং করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, গতকালও ক্লাস শেষে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভাগের বাইরে শহীদুল্লাহ কলা ভবনের সামনে নিয়ে যায়। সেখানে কিছু ছেলে আমাদের মেয়েদেরকে প্রপোজ করতে বাধ্য করে।

সর্বশেষ খবর