Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১ মার্চ, ২০১৯ ২২:৫৯

বগুড়ায় ভাঙল বইপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ভাঙল বইপ্রেমীদের মিলনমেলা

নতুন চেতনায় ও আগামীর প্রত্যাশায় শেষ হয়েছে লেখক, কবি, পাঠক, দর্শনার্থী, সাংস্কৃতিক কর্মী ও প্রকাশকদের মিলনমেলা। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বগুড়া বইমেলার শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড়।

শেষদিনে জেলার দুই প্রবীণ সংস্কৃতিকজনকে সম্মাননা প্রদান করা হয়। বগুড়ার নাটকে অবদান রাখায় এবার নাট্যজন শ্যামল ভট্টাচার্য সংবর্ধিত হন। এছাড়া সংগীত প্রশিক্ষক হিসেবে মরহুম নূরুল মোহসিন ছটিকে মরণোত্তর পদক   প্রদান করা হয়।  এবার বগুড়া বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বইমেলার সময় একদিন বেড়ে গতকাল ১ মার্চ শেষ হয়েছে।

 

 


আপনার মন্তব্য