মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ব্যারিস্টার মইনুলকে বিদেশ যেতে দেওয়ার আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে চিকিৎসার জন্য বিদেশ গমনে বাধা না দিতে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ব্যারিস্টার মইনুলের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মামলা সূত্রে জানা গেছে, গত ২ মার্চ ব্যারিস্টার মইনুল স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে যাওয়ার উদ্দেশে হজরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করলে, ইমিগ্রেশন কর্মকর্তারা তার পাসপোর্ট নিয়ে যান এবং অপেক্ষা করতে বলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর বলা হয়, অনেক মামলার আসামি হওয়ায় তাকে বিদেশ গমনের অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপর রিট আবেদন করলে ৩ মার্চ হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ মইনুল হোসেনকে বিদেশ গমনে বাধা না দিতে অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। রাষ্ট্রপক্ষ হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলেও, সে আবেদন টেকেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর