বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

২১ ফার্মেসিতে অভিযান চালিয়ে ২০টিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গ্রিন রোড, কলেজ গেট ও বাড্ডা এলাকার ২১টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ২০ টিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সদস্যরা। যার মধ্যে একটি মডেল ফার্মেসিও রয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এসব ফার্মেসি থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে সংস্থাটি। গতকাল অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে পৃথক তিনটি টিমে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, ফাহমিদা আক্তার, রজবী নাহার রজনী, জান্নাতুল ফেরদৌস এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জাব্বার ম ল। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দ-িত এসব ফার্মেসি হলো- তাহিম ফার্মা (২৫ হাজার টাকা), ড্রাগ ফার্মা (২০ হাজার টাকা), মেসার্স ঠাকুরগাঁও ফার্মা (২০ হাজার টাকা), আল মদিনা ফার্মা (১৫ হাজার টাকা), এস ফার্মা (৩০ হাজার টাকা), আল রাজি ফার্মা (৫ হাজার টাকা), মেডিসিন ওয়ার্ল্ড (২৫ হাজার টাকা), বিল্লাহ ফার্মা (১৫ হাজার টাকা), ডে নাইট ফার্মা (১২ হাজার টাকা), এইচ আর ফার্মা (১০ হাজার টাকা), ঠাকুরগাঁও মডেল ফার্মা (২০ হাজার টাকা), যমুনা ফার্মা (১৫ হাজার টাকা), ডিসেন্ট ফার্মা (১৫ হাজার টাকা), এন এস ফার্মা (১৫ হাজার টাকা), মেডিসিন ফার্মা (১৫ হাজার টাকা), মারিয়া ফার্মেসি (২০ হাজার টাকা), হ্যাপি মেডিকেল হল (৫ হাজার টাকা), লিভা ফার্মেসি (৩০ হাজার টাকা), তাকওয়া ফার্মেসি (১০ হাজার টাকা) এবং হোসনিয়ারা ফার্মেসি (২০ হাজার টাকা)। সর্বমোট ৩ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এসব ফার্মেসি থেকে। এ বিষয়ে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বন্ধে আমাদের অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর