মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতি মামলায় কাস্টমস কর্মকর্তা কারাগারে

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য মোহাম্মদ নুরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, আসামি নুরুল ইসলাম মোংলা কাস্টম হাউসের কমিশনার ছিলেন। তিনি দুদকে ২০১১ সালের ২৯ আগস্ট ২৯ লাখ ৫৮ হাজার ২২০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ১ লাখ ২৫ হাজার ১৬৭ টাকার দেনার  হিসাব দাখিল করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে ৬৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ পায়। এ ঘটনায় ২০১৮ সালের ২ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা। ওই বছর ১৩ নভেম্বর হাইকোর্ট এ আসামিকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলেন।

সে অনুযায়ী গত ৭ জানুয়ারি ওই আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। ওইদিন আদালত মামলার মূল নথি তলব করে ১ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

সর্বশেষ খবর