বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা
৯ বছর পর নতুন ইজারা

খুলনায় ঘাট দখল নিয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আলোচিত শিরোমণি নদী পারাপার ঘাটের ইজারা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল দুপুরে খুলনা নদী বন্দর কর্তৃপক্ষ ঘাটের পূর্বের ইজারা বাতিল করে ঘাট পরিচালনায় নতুন ইজারাদার নিয়োগ করলে উত্তেজনা দেখা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সংঘর্ষ এড়াতে দুপুর  ২টা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকরা জানান, ঘাটটি প্রতিবছর ৩৫ থেকে ৪০ লাখ টাকায় ইজারা দেওয়া হলেও সেখানে বছরে ২ থেকে ৩ কোটি টাকা আয় হয়। এ কারণে ঘাটটি কাঁচা টাকার উৎস হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত। নদী বন্দর খুলনার বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ঘাটটি নতুন করে ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়।

এতে একমাত্র প্রতিষ্ঠান এলআর এন্টারপ্রাইজ গতকাল দরপত্র জমা দেয়। ২০১৮-১৯ অর্থবছরে ৫০ লাখ টাকা ইজারায় এক মাসের জন্য প্রতিষ্ঠানটিকে ইজারা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর