বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

মাদক নির্মূলে সব প্রচেষ্টা চলবে

-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মাদক নিয়ন্ত্রণে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ এর মাধ্যমে দেশব্যাপী মাদকবিরোধী প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচার বন্ধে সীমান্ত আইন কঠোর করা হচ্ছে। মাদক থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। তাই আমরা সর্ব প্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক নিয়ন্ত্রণ আইনকে যথোপযুক্ত করেছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখছে।

দেশে ৬৫ শতাংশ যুবক এবং তরুণ কর্মক্ষম। তাদের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তারা যাতে হারিয়ে না যায়, সে জন্যই সর্ব প্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিয়স্ক এর মাধ্যমে দেশব্যাপী মাদকের কুফল সম্পর্কে জানিয়ে দিচ্ছি। মাদক নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালিয়ে যাব। আর যারা মাদকাসক্ত হয়েছে, তাদের চিকিৎসাও চালিয়ে যাব।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ যুক্ত এলইডি ডিসপ্লে দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে। এতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের নির্মিত মাদকবিরোধী বিভিন্ন শর্টফিল্ম, নাটক-নাটিকা, প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া মাদক সংক্রান্ত সব ধরনের হালনাগাদ তথ্য এতে দেওয়া হবে। ফলে এর মাধ্যমে সাধারণ মানুষ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে পারবে এবং সচেতনতা বাড়বে।

মিয়ানমার সরকার প্রধান?কেও আমরা ব?লে?ছি তা?দের দেশ থে?কে মাদক পাচার বন্ধ করার জন্য। তারা ব?লে?ছে, আমা?দের ডিমান্ড ক?মি?য়ে আন?তে। আমরা মাদ?কের বিরু?দ্ধে জি?রো টলা?রেন্স ঘোষণার ক্ষে?ত্রে মাদ?কের ?ডিমান্ড শূ?ন্যে নি?য়ে আস?তে কাজ কর?ছি। কিয়স্ক নামক এই ডিজিটাল যন্ত্রের মাধ্যমে ২৪ ঘণ্টা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আপডেড জানতে পারবে।

ডিএনসির মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামানসহ ডিএনসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর