রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ দিলেন এমপি জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ দিলেন এমপি জ্যাকব

ভোলার চরফ্যাশনে ৬ শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ নামে সহস্র্রাধিক বই তুলে দেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। গতকাল ব্রোজগোপাল টাউন হলে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান শেষে আগত শিক্ষার্থীদের হাতে      বঙ্গবন্ধুর রোজনামচার বই ও ক্রেস্ট সনদ তুলে দেন তিনি। ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে বন্দী থেকে তিনি লিখেছিলেন ‘রোজনামচা’ বই। তিনি নতুন প্রজন্মকে এই বই পড়ে আগামীতে বঙ্গবন্ধুর আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলীমা নিগার সুলতানা জ্যাকব, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও পৌর আওয়ামী লীগ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।

 

সর্বশেষ খবর