বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঢাবিতে অস্ত্র উদ্ধার নিয়ে চার ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় ওই হলের চার ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ‘কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ঢাবি ছাত্রলীগের বিগত কমিটির উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার, দর্শন বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর আলিফ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও মুহসীন হল শাখার যুগ্ম-সম্পাদক ইমরান হোসেন ও পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হলের ধর্মবিষয়ক সম্পাদক ইফতেখারুল ইসলাম তুষার। প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মুহসীন হলের একটি কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় হল কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেছিল। তারই প্রেক্ষিতে সাময়িক বহিষ্কার করে ‘কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না’ এই মর্মে চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর