বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অতিরিক্ত সচিব হলেন আরও ১৫৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

নানা জটিলতার পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকারের ১৫৬ যুগ্ম সচিব। বিভিন্ন ক্যাডার ও ব্যাচের এসব কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে গতরাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমানে যেসব কর্মস্থলে রয়েছেন পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সেখানেই দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে এবারে সবেচেয়ে বেশি রয়েছেন বিসিএস একাদশ ব্যাচের। এ ছাড়া অন্যান্য ব্যাচ থেকে ইতিপূর্বে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন তাদের মধ্য থেকে যোগ্য ও দক্ষদের এবার পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমানে অতিরিক্ত সচিবের নির্ধারিত পদের সংখ্যা ১২২টি। এর মধ্যে কর্মরত আছেন ৪৫৮ জন। এখন নতুন করে আরও ১৫৬ জন যুক্ত হলেন । সব মিলিয়ে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৬১৪ জনে।

সর্বশেষ খবর