বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুদকের গণশুনানিতে ১১০ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের সরকারি পরিষেবা নিয়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে সরকারি সেবা পেতে ভোগান্তির কথা তুলে ধরলেন ভুক্তভোগীরা। গতকাল রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে দুদকের উদ্যোগে অনুষ্ঠিত গণশুনানিতে ১১০টি অভিযোগ উত্থাপিত হয়েছে। উপজেলা পরিষদ, পল্লীবিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, প্রাণিসম্পদ বিভাগ, নির্বাচন কমিশন, আনসার ও ভিডিপি অফিস, সহকারী কশিনার (ভূমি) অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে ধরেন সেবাপ্রার্থী জনগণ। এর মধ্যে বেশকিছু অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয় বলে দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে। গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার ড. মো.  মোজাম্মেল খান বলেন, এখন দুদককে আর কেউ নখ-দন্তহীন বাঘ বলার সাহস পায় না। এর কামড় দেওয়া লাগে না। নখের আঁচড়েই দুর্নীতিবাজরা ক্ষত-বিক্ষত হচ্ছে। সাধারণ মানুষের উপকারের জন্যই দুদক এত কঠোর হচ্ছে।

 তিনি বলেন, সরকারি কর্মকর্তারা পরিষেবা প্রদানের ক্ষেত্রে ঘুষ দাবি করলে দুদককে জানাতে হবে। কমিশন ফাঁদ  পেতে এদের গ্রেফতার করবে। পল্লীবিদ্যুৎ, ভূমিসহ অধিকাংশ অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন কমিশনার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কে এম সফিউল্লাহ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিমউদ্দীন, পুলিশ সুপার হারুন অর রশীদ, দুদক পরিচালক মো. আক্তার হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর