বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পারিশ্রমিক ৩০ টাকা, নিচ্ছে ৫০০

নাম পাল্টিয়ে লোপাট ২৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়ি এবং রেস্তোরাঁর বর্জ্য সংগ্রহ করা নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে জোর করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নুরজাহান পারভীন এবং উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম ঢাকা উত্তর সিটি করপোরেশনে অভিযানে যায়। কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, অভিযানে দুদক টিম জানতে পারে, বর্জ্য সংগ্রহের পুরো প্রক্রিয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। এ কাজটি তারা বেশ কিছু তালিকাভুক্ত এজেন্টের কাছে বণ্টন করে দিয়েছে। দুদক টিম জেনেছে, সিটি করপোরেশনের আদেশ অনুযায়ী বর্জ্য সংগ্রহের পারিশ্রমিক ৩০ টাকা হলেও ক্ষেত্রবিশেষে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। নাম পাল্টিয়ে লোপাট ২৯ কোটি টাকা : নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের নাম পাল্টে ও সদস্যদের সই জাল করে বিভিন্ন ব্যাংকে থাকা ২৯ কোটি টাকা আত্মসাৎ করেছে একটি শক্তিশালী চক্র। বিষয়টি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির কিছু দুর্নীতিবাজ নেতা জাল দলিল বানিয়ে ও সদস্যদের সই জাল করে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন নামকরণ করে বিভিন্ন ব্যাংকে থাকা সংগঠনের ২৯ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ ওঠেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর