বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ছাত্রদলকেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে : দুলু

নাটোর প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ছাত্রদল সব সময়ই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ছাত্রদল একটি আন্দোলন সংগ্রামের নাম। তাই ছাত্রদলের নেতা-কর্মীদের দেশের গণতন্ত্র উত্তরণে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন-সংগ্রামে রাজপথে অতীতের ন্যায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে জীবনবাজি রেখে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ছাত্রদলই সরকারের পতন ঘটাবে। বেগম খালেদা জিয়াকে ও দেশের গণতন্ত্রকে মুক্ত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক ছাত্রদল সভাপতি ভিপি তুষার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর