মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় নগরের সুরমা পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি- সব মিলিয়ে দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন শিল্পমালিকরা। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দেশীয় শিল্পকারখানা হুমকির মুখে পড়বে। অনিশ্চিত হয়ে পড়বে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। বক্তারা অবিলম্বে বিদ্যুৎ ও পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্‌বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্‌বায়ক কামরুল হুদা জায়গীরদার, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, জেলার সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সহসভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর