শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

চসিক ভোট হবে কি হবে না, আজ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বৈশ্বিক পরিস্থিতির কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে কি হবে না, তা নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলেও নির্বাচনী প্রচার-প্রচারণা থেমে নেই। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত হবে কি না এ ব্যাপারে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন কমিশন থেকে। তবে গতকালও থেমে ছিল না আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সভা-সমাবেশ ও গণসংযোগ। গতকাল বেলা ১১টার দিকে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে ১৪ দলের  নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন রেজাউল করিম চৌধুরী। সেখান থেকে গণসংযোগের ট্রাক ও গাড়িবহর নিয়ে যান নগরীর ইপিজেড এলাকায়। ইপিজেডের দেশি-বিদেশি কারখানায় কর্মরত এবং নগরীতে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের কাছে নৌকা প্রতীকে ভোট চান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পার্বত্য রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এবং স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগ নেতৃবৃন্দ। এ সময় রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হলে নগরীতে বসবাসরত পোশাক ও অন্যান্য কারখানা শ্রমিকদের আবাসিক সমস্যা নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।

এদিকে গতকাল বিকালে রেজাউল করিম চৌধুরী নগরীর ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি কালামিয়া বাজার এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৃহত্তর বাকলিয়ার মানুষ এক সময় অনেক ভোগান্তির মধ্যে ছিল। বর্তমান সরকার বহদ্দারটাট টু শাহ আমানত সেতু সংযোগ সড়ক চার লেনে উন্নীত করে এই এলাকার জনমানুষের ভোগান্তি লাঘব করেছে এবং এলাকার জীবনমান উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এই সড়ক বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষার জন্য এবং বাকলিয়া এলাকার ওপর দিয়ে নতুন করে খাল খনন কর্মসূচি দ্রুত বাস্তবায়নে রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে ভোট প্রত্যাশা করেন বাকলিয়াবাসীর কাছ থেকে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক বর্তমান ওয়ার্ড কাউন্সিলর হারুন উর রশীদ, ওই এলাকার সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শাহীন আক্তার রুবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর