করোনাভাইরাস দুর্যোগের মধ্যেও থামছে না অপরাধ। মাদক পাচার, ছিনতাইসহ নানান ঘটনা সংঘটিত হচ্ছে স্বাভাবিক সময়ের মতোই। ঠুনকো ঘটনায় ঘটছে নৃশংস হত্যাকান্ড। হচ্ছে ভাইয়ের হাতে ভাই খুন, স্বামীর হাতে স্ত্রী কিংবা চাচির হাতে শিশু খুন। বেশির ভাগ ক্ষেত্রে পারিবারিক বিরোধ থেকে এসব হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। এ দুর্যোগ পরিস্থিতিতে সহিংস আচরণের বিষয়ে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘মানুষ যখন দীর্ঘ সময় ঘরে আবদ্ধ থাকে তখন তার মানসিকতার কিছুটা পরিবর্তন হয়। তার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। এতে অল্পতেই রাগান্বিত হয়ে পড়ে। যার প্রভাবে খুনের মতো বড় ধরনের অপরাধেও জড়িয়ে পড়ছে তারা।’ জানা যায়, করোনা পরিস্থিতির শুরুতে অপরাধের রাশ কিছুটা কম হলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অপরাধের গ্রাফ। প্রশাসনের শিথিলতার সুযোগে বেড়েছে মাদক পাচারের হার। কক্সবাজার থেকে পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্স, ট্রাকসহ পণ্য পরিবহনের গাড়ি ভিতরে করে আসছে ইয়াবার চালান। সম্প্রতি এ ধরনের বেশ কয়েকটি বড় চালান আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইয়াবার বড় বড় চালান এনে মজুদ করার তথ্যও রয়েছে প্রশাসনের সঙ্গে। একই সময়ে বেড়েছে ছিনতাই ও চুরি। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে পুলিশ মানবিক কর্মকান্ডে নিজেদের বেশি মনোনিবেশ করেছে। এ সুযোগ হয়তো কাজে লাগাচ্ছে মাদক ও অপরাধী চক্রগুলো। এরই মধ্যে প্রতিটি থানা পুলিশকে মানবিক কর্মকান্ডের পাশাপাশি অপরাধ দমনেও আগের মতো সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের মধ্যে ইয়াবা পাচারকারীরা আরও সক্রিয় হওয়ার চেষ্টা করছে এ তথ্য আমাদের কাছে রয়েছে। তাই প্রতিটি জেলাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কিছু মাদকের চালান আটকও করা হয়েছে।’
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে