করোনাভাইরাস দুর্যোগের মধ্যেও থামছে না অপরাধ। মাদক পাচার, ছিনতাইসহ নানান ঘটনা সংঘটিত হচ্ছে স্বাভাবিক সময়ের মতোই। ঠুনকো ঘটনায় ঘটছে নৃশংস হত্যাকান্ড। হচ্ছে ভাইয়ের হাতে ভাই খুন, স্বামীর হাতে স্ত্রী কিংবা চাচির হাতে শিশু খুন। বেশির ভাগ ক্ষেত্রে পারিবারিক বিরোধ থেকে এসব হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। এ দুর্যোগ পরিস্থিতিতে সহিংস আচরণের বিষয়ে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘মানুষ যখন দীর্ঘ সময় ঘরে আবদ্ধ থাকে তখন তার মানসিকতার কিছুটা পরিবর্তন হয়। তার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। এতে অল্পতেই রাগান্বিত হয়ে পড়ে। যার প্রভাবে খুনের মতো বড় ধরনের অপরাধেও জড়িয়ে পড়ছে তারা।’ জানা যায়, করোনা পরিস্থিতির শুরুতে অপরাধের রাশ কিছুটা কম হলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অপরাধের গ্রাফ। প্রশাসনের শিথিলতার সুযোগে বেড়েছে মাদক পাচারের হার। কক্সবাজার থেকে পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্স, ট্রাকসহ পণ্য পরিবহনের গাড়ি ভিতরে করে আসছে ইয়াবার চালান। সম্প্রতি এ ধরনের বেশ কয়েকটি বড় চালান আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইয়াবার বড় বড় চালান এনে মজুদ করার তথ্যও রয়েছে প্রশাসনের সঙ্গে। একই সময়ে বেড়েছে ছিনতাই ও চুরি। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে পুলিশ মানবিক কর্মকান্ডে নিজেদের বেশি মনোনিবেশ করেছে। এ সুযোগ হয়তো কাজে লাগাচ্ছে মাদক ও অপরাধী চক্রগুলো। এরই মধ্যে প্রতিটি থানা পুলিশকে মানবিক কর্মকান্ডের পাশাপাশি অপরাধ দমনেও আগের মতো সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের মধ্যে ইয়াবা পাচারকারীরা আরও সক্রিয় হওয়ার চেষ্টা করছে এ তথ্য আমাদের কাছে রয়েছে। তাই প্রতিটি জেলাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কিছু মাদকের চালান আটকও করা হয়েছে।’
শিরোনাম
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
করোনাকালেও অপরাধ থামছে না চট্টগ্রামে
স্বাভাবিকের মতোই চলছে মাদক পাচার ছিনতাই খুন
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর