করোনাভাইরাস দুর্যোগের মধ্যেও থামছে না অপরাধ। মাদক পাচার, ছিনতাইসহ নানান ঘটনা সংঘটিত হচ্ছে স্বাভাবিক সময়ের মতোই। ঠুনকো ঘটনায় ঘটছে নৃশংস হত্যাকান্ড। হচ্ছে ভাইয়ের হাতে ভাই খুন, স্বামীর হাতে স্ত্রী কিংবা চাচির হাতে শিশু খুন। বেশির ভাগ ক্ষেত্রে পারিবারিক বিরোধ থেকে এসব হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। এ দুর্যোগ পরিস্থিতিতে সহিংস আচরণের বিষয়ে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘মানুষ যখন দীর্ঘ সময় ঘরে আবদ্ধ থাকে তখন তার মানসিকতার কিছুটা পরিবর্তন হয়। তার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। এতে অল্পতেই রাগান্বিত হয়ে পড়ে। যার প্রভাবে খুনের মতো বড় ধরনের অপরাধেও জড়িয়ে পড়ছে তারা।’ জানা যায়, করোনা পরিস্থিতির শুরুতে অপরাধের রাশ কিছুটা কম হলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অপরাধের গ্রাফ। প্রশাসনের শিথিলতার সুযোগে বেড়েছে মাদক পাচারের হার। কক্সবাজার থেকে পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্স, ট্রাকসহ পণ্য পরিবহনের গাড়ি ভিতরে করে আসছে ইয়াবার চালান। সম্প্রতি এ ধরনের বেশ কয়েকটি বড় চালান আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইয়াবার বড় বড় চালান এনে মজুদ করার তথ্যও রয়েছে প্রশাসনের সঙ্গে। একই সময়ে বেড়েছে ছিনতাই ও চুরি। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে পুলিশ মানবিক কর্মকান্ডে নিজেদের বেশি মনোনিবেশ করেছে। এ সুযোগ হয়তো কাজে লাগাচ্ছে মাদক ও অপরাধী চক্রগুলো। এরই মধ্যে প্রতিটি থানা পুলিশকে মানবিক কর্মকান্ডের পাশাপাশি অপরাধ দমনেও আগের মতো সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের মধ্যে ইয়াবা পাচারকারীরা আরও সক্রিয় হওয়ার চেষ্টা করছে এ তথ্য আমাদের কাছে রয়েছে। তাই প্রতিটি জেলাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কিছু মাদকের চালান আটকও করা হয়েছে।’
শিরোনাম
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
করোনাকালেও অপরাধ থামছে না চট্টগ্রামে
স্বাভাবিকের মতোই চলছে মাদক পাচার ছিনতাই খুন
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর