শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা
স্বাস্থ্যবিধি মেনে জানাজা সম্পন্ন

বায়তুশ শরফের পীর কুতুবুদ্দিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বায়তুশ শরফের পীর কুতুবুদ্দিনের মৃত্যু

চট্টগ্রামের বায়তুশ শরফের পীর খ্যাতিমান আলেম মাওলানা কুতুবুদ্দিন (৮৫) করোনা আক্রান্ত হয়ে বুধবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ভোর ৫টায় স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে বায়তুশ শরফ প্রাঙ্গণে দাফন করা হয়। ১৯৫৯ সালে কামিল পরীক্ষায় স্বর্ণপদকসহ প্রথম বিভাগে প্রথম স্থান অর্জনকারী মাওলানা কুতুবুদ্দিন দুটি বাণিজ্যিক ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, মাওলানা কুতুবুদ্দিন করোনায় মারা গেছেন। জনসমাগম এড়াতে গতকাল বাদ জোহর জানাজার কথা থাকলেও ফজরের পরই স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

 জানাজায় মরহুমের স্বজন ও বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। প্রসঙ্গত, মাওলানা কুতুবুদ্দিন চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের সুফি মিয়াজীপাড়া গ্রামের সন্তান। লেখাপড়া করেছেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা ও চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসায়। কর্মজীবনে তিনি বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালনকালে দেশের সেরা অধ্যক্ষের পুরস্কারও অর্জন করেন। তিনি বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সুফিসাধক মাওলানা মীর মুহাম্মদ আখতার (রহ) ও বায়তুশ শরফের প্রধান রূপকার শাহসুফি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রহ)-এর সান্নিধ্যে থেকে আধ্যাত্মিকতা অর্জন করেন। ১৯৯৮ সাল থেকে তিনি আমৃত্যু বায়তুশ শরফের পীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কোরআন, হাদিস, আরবি, ফারসি ও উর্দু ভাষায় বিশেষ জ্ঞানী ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর