মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

কক্সবাজারে রোহিঙ্গা, গাজীপুরে মাদককারবারি নিহত

কক্সবাজার ও গাজীপুর প্রতিনিধি

কক্সবাজারে রোহিঙ্গা, গাজীপুরে মাদককারবারি নিহত

কক্সবাজারের সীমান্ত লাগোয়া নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীর বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। এ সময় বিজিবি ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামক স্থানে। পুলিশ ও বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যানের গোদার পাড়ে গেলে সেখানে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে আবদুর রহমান (২৫) নামে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়। বিজিবি ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত রোহিঙ্গা কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। গতকাল ভোরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল হক (২৫)। নিহত মাদক কারবারির বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায় বলে জানা গেছে। র‌্যাবের দাবি ওই যুবক মাদক কারবারি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা। র‌্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান রবিবার রাতে গাজীপুরের কাশিমপুর হয়ে ঢাকায় পাচার হবে এমন খবরে ওই এলাকার চন্দ্রা-নবীনগর সড়কের তেতুইবাড়ি এলাকায় চেকপোস্ট বসানো হয়।

গতকাল ভোরে চেকপোস্টে তল্লাশি করার সময় একটি ট্রাক থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ  মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, পরে ওই ট্রাকে তল্লাশি করে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও মাদকবহনকারী ট্রাকটি জব্দ করা হয়। বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর