সিলেটে প্রায় তিন হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে শঙ্কায় পড়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। মহামারীকালে একদিকে প্লট, অ্যাপার্টমেন্ট কিংবা ফ্ল্যাট কেনার যেমন ক্রেতা নেই। অন্যদিকে আগে যারা কিস্তিতে ফ্ল্যাট বা প্লট কিনেছেন, তারাও কিস্তি দিতে পারছেন না। কিন্তু ব্যাংক থেকে ঋণ নেওয়া ব্যবসায়ীদের নিয়মিত সুদ দিতে হচ্ছে। সামগ্রিক অবস্থায় অন্ধকার দেখছেন তারা। সিলেটে আবাসন ব্যবসায় সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে স্থবির আবাসন ব্যবসা। সিলেটে এই ব্যবসা অনেকটাই প্রবাসী ক্রেতাদের ওপর নির্ভরশীল। বিশেষ করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী সিলেটিরা দেশে প্লট কিনে বিলাসবহুল বাড়ি নির্মাণ করে থাকেন। অনেক প্রবাসী রেডি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনেন। কিন্তু করোনার ধাক্কায় প্রবাসীরা দেশবিমুখ। ফলে ছয় মাস ধরে সিলেটে আবাসন খাতে প্লট, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট বিক্রির সংখ্যা নেমেছে প্রায় শূন্যের কোটায়। আবাসন ব্যবসায়ীরা জানান, মহামারী হানা দেওয়ার আগে যেসব ক্রেতা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনেছিলেন, তারাও এখন নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছেন না। কিস্তি পরিশোধের জন্য তাদের চাপও দেওয়া যাচ্ছে না। কারণ, করোনাকালে আর্থিক সংকটের ধাক্কায় তারাও বিপর্যস্ত। জানা গেছে, নতুন ক্রেতা না থাকা ও পুরনো ক্রেতাদের কিস্তি পরিশোধ না করার কারণে আবাসন ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণ ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। যেসব ব্যবসায়ী ব্যাংক ঋণ নিয়ে আবাসন খাতে বিনিয়োগ করেছিলেন, তারা ব্যবসায় লাভের মুখ না দেখলেও ঋণের বিপরীতে নিয়মিত সুদ দিতে হচ্ছে। সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপের (সারেগ) তথ্যানুসারে, সিলেটে আবাসন ব্যবসায় প্রায় একশটি কোম্পানি রয়েছে। এ খাতে তাদের বিনিয়োগ প্রায় তিন হাজার কোটি টাকা। করোনার দুরবস্থার মধ্যে এই বিনিয়োগ পড়েছে হুমকির মুখে। সারেগ সভাপতি শফিউল আলম নাদেল বলেন, ‘আবাসন খাতে ব্যবসায়ীদের প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। ছয় মাস ধরে এই খাত স্থবির। ফলে পুরো বিনিয়োগ পড়েছে হুমকির মুখে।’ তিনি বলেন, ‘আবাসন প্রতিষ্ঠানের মালিকরা ব্যাংক ঋণ নিয়ে সমস্যায় রয়েছেন। তাদের নিয়মিত সুদ পরিশোধ করতে হচ্ছে, ক্রেতা নেই। যারা কিস্তিতে অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বিক্রি করেছিলেন, তারাও কিস্তি পাচ্ছেন না। সবমিলিয়ে আবাসন ব্যবসায়ীরা সংকটে রয়েছেন।’ সিলেটে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান হলি আরবান প্রপার্টি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলোয়ার হোসেন বলেন, ‘প্লট কেনাবেচা পুরোপুরি বন্ধ। যারা অ্যাপার্টমেন্ট ব্যবসা করেন, তাদেরও ক্রেতা নেই। আবার আগে বিক্রি করা অ্যাপার্টমেন্টও ক্রেতাদের বুঝিয়ে দিয়ে পুরো টাকা মিলছে না। তিনি বলেন, ‘যারা আগে প্লট বা ফ্ল্যাট কিনেছিলেন, তাদের মধ্যে সিংহভাগই এখন কিস্তি পরিশোধ করতে পারছেন না। শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা নিয়মিত কিস্তি পরিশোধ করছেন। কিন্তু মোট ক্রেতার তুলনায় তারা মাত্র ৫ ভাগ।’
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
শঙ্কায় আবাসন ব্যবসায়ীরা
তিন হাজার কোটি টাকার বিনিয়োগ, ক্রেতা নেই, কিস্তি দিচ্ছেন না প্লট-ফ্ল্যাট গ্রহীতারা
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর