শিরোনাম
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
সরব হচ্ছে তৃণমূলের রাজনীতি

সিলেট জমজমাট জেলার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে, লবিং তদবির

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট জমজমাট জেলার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে, লবিং তদবির

অবশেষে পূর্ণাঙ্গ হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে আগামী ১৫ সেপ্টেম্বর কেন্দ্রে জমা দেওয়া হচ্ছে দুই কমিটির তালিকা। আর পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই করে নিতে সিলেট ও ঢাকার নেতাদের কাছে চলছে লবিং। ব্যস্ততা বেড়ে গেছে পদপ্রত্যাশী নেতাদের। তবে জেলা ও মহানগরের পদধারী শীর্ষ নেতারা বলছেন, নতুন ও পুরনোদের মিশেলেই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। দলের জন্য ত্যাগী ও ‘কমিটেড’ নেতাদেরই গুরুত্ব দেওয়া হবে। দলীয় সূত্র জানান, গত বছরের ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অ্যাডভোকেট লুৎফুর রহমানকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে মহানগরের সভাপতি ও অধ্যাপক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ চার নেতার নিজ নিজ শাখার কমিটি পূর্ণাঙ্গ করার কথা। কিন্তু করোনার কারণে থেমে যায় কমিটি পূর্ণাঙ্গ করার কার্যক্রম। এদিকে, গত বুধবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভায় ১৫ সেপ্টেম্বরের মধ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নির্দেশের পর শুরু হয়েছে কমিটি নিয়ে তোড়জোড়। জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদককে ‘ম্যানেজ’ করার পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ পেতে ঢাকায়ও চলছে লবিং। ইতোমধ্যে জেলা ও মহানগরের পদপ্রত্যাশী কয়েকজন নেতা ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে এসেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন ও পুরনো নেতাদের সমন্বয়েই কমিটি পূর্ণাঙ্গ করার পরিকল্পনা নিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আগে প্রতিটি কমিটি ৭১ সদস্যের হলেও এবার হচ্ছে ৭৫ সদস্যের। দু-একটি ব্যতিক্রম ছাড়া পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়ছেন না সাবেক নেতারা।

পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া প্রসঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ‘দল গতিশীল করতে নতুন-পুরনোর মিশেলেই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। দলের জন্য যাদের অবদান বেশি, কমিটিতে তাদেরই প্রাধান্য দেওয়া হবে।’

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। সে লক্ষ্যে কাজও চলছে। সাংগঠনিক অবস্থা সুদৃঢ় করতে পুরনোদের পাশাপাশি নতুনদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর