বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রংপুরের রাজনীতি চলছে ঢিমেতালে

নজরুল মৃধা, রংপুর

বিভাগীয় নগরী রংপুরে রাজনীতির মাঠে নেই নেতারা। দু-একজন মাঠে থাকলেও ঢিমেতালে চলছে তাদের দলীয় কর্মকা-। এক বছরের বেশি সময় ধরে মহানগর বিএনপির সভাপতির পদ শূন্য। ক্ষমতাসীন দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদককে মাঠে দেখা গেলেও অন্যরা নীরব। অপরদিকে জাতীয় পার্টির (জাপা) ঘাঁটি হিসেবে খ্যাত রংপুর সদর আসনে রয়েছে মতবিরোধ। তবে তা এখনো প্রকাশ্যে আসেনি। দীর্ঘ ২৮ বছরের বেশি সময় ধরে রংপুর সদর আসনটি ধরে রেখেছে জাপা। জাপা চেয়ারম্যান এরশাদের মৃত্যুর পর এ আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড় দেয়। কেন্দ্র থেকে মনোনয়ন পেয়েও পরে কেন্দ্রের নির্দেশেই আবার মনোনয়নপত্র প্রত্যাহার করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। নির্বাচনে অংশ নিতে না পারায় মনোক্ষুণœ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তখন থেকেই এক প্রকার ঝিমিয়ে পড়েন। এর আগে ২০১৭ সালে রংপুর সিটি নির্বাচনে জাপা প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে আওয়ামী লীগ প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু হেরে যান।

তখন থেকেই সিটি করপোরেশনে রাজত্ব করছে জাপা। সদর ও সিটি করপোরেশন দুটোই জাতীয় পার্টির কাছে চলে যাওয়ায় সরকারদলীয় নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির বাইরে অন্য কর্মকা- থেকে এক প্রকার বিরত থাকছেন। তবে আগামীতে সিটি করপোরেশন আওয়ামী লীগের দখলে রাখতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল আগাম ঘোষণা দিয়েছেন। তিনি বিভিন্ন কর্মসূচিতে বর্তমান মেয়রের ভুল-ত্রুটি তুলে ধরে বক্তব্য দিচ্ছেন এবং আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরছেন।

এদিকে জাপার প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর মহানগর জাপায় বিভিক্তি দেখা দেয়। প্রকাশ্যে না হলেও সেই বিভক্তি এখনো রয়ে গেছে। তবে জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী রাজ্জাক দলে কোনো বিভক্তি নেই বলে দাবি করেছেন।

এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল বলেন, বর্তমান সিটি মেয়র অনেক কিছুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আগামী সিটি নির্বাচনে জাপাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সেই লক্ষ্যে এখন থেকে কাজ করছি।

অপরদিকে গত বছরের ১ সেপ্টেম্বর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসের মৃত্যুবরণ করলেও ওই পদে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু জানান, মহানগর সভাপতি নির্বাচিত না হওয়ায় আমরাই দলীয় কার্যক্রম চালাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর