বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সেই প্রতারক মাহবুব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রীর পর এবার পুলিশের কাছে নিজেকে বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার বলে পরিচয় দিলেন মাহবুব আলম। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। প্রতারণা ফাঁস হয়ে যাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাত ১০টায় বহুমুখী এই প্রতারক মাহবুব আলমকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাহবুব আলম শাহজাহানপুর থানায় ঢুকে এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার মতলবে চোটপাট দেখান। এ সময় তিনি বলেন, আমি বাংলাদেশ প্রতিদিনের চিফ ক্রাইম রিপোর্টার। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) রাশেদ হাসানের সন্দেহ হলে বাংলাদেশ প্রতিদিনে যোগাযোগ করে প্রতারকের ব্যাপারে নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করেন। গতকাল সকালে প্রতারক মাহবুব আলমের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগী মানুষ শাহজাহানপুর থানায় এসে ভিড় জমান এবং তারা নানারকম অভিযোগ তোলেন তার বিরুদ্ধে। এর আগেও গত ২ সেপ্টেম্বর মাহবুব বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে আইনমন্ত্রী আনিসুল হককে ফোনে বলেন, তার হাতে বেশকিছু রিপোর্ট আছে। এগুলো প্রকাশ করবেন। তবে আইনমন্ত্রীর ত্বরিত পদক্ষেপে প্রতারকচক্র বেশিদূর এগোতে পারেনি। মাহবুব ০১৫১১-১১২৮৮২ নম্বর থেকে আইনমন্ত্রীকে ফোন করে কথা বলার চেষ্টা করেন। তার কথাবার্তায় আইনমন্ত্রীর সন্দেহ হয়। তিনি বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পুরো বিষয়টি জানান। তিনি জানতে চান, যে ফোন নম্বর থেকে কল এসেছে, সেই নম্বরের মালিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক কিনা। কর্তৃপক্ষ খোঁজ নিয়ে দেখে এই নম্বর থেকে ফোনকারী ব্যক্তি বাংলাদেশ প্রতিদিনের কোনো সাংবাদিক নন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর