বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শাহজালালে সাড়ে ১৫ কেজি এমফিটামিন মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৫ কেজি এমফিটামিন মাদক জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে এভিয়েশন সিকিউরিটিদের সহযোগিতায় ঢাকা কাস্টমস হাউস কোকেনসদৃশ নতুন ধরনের এসব মাদকদ্রব্য জব্দ করে। তৈরি পোশাক রপ্তানির আড়ালে অস্ট্রেলিয়ায় পাচারের চেষ্টা করা হয়েছিল মাদকগুলো। নেপচুন ফ্রেইট লিমিটেড নামের কোম্পানির গার্মেন্ট পণ্যের চালানের সঙ্গে হংকংয়ে পাঠানোর কথা ছিল। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান জানান, বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে ডুয়েল ভিউ স্ক্যানারে তল্লাশির সময় গার্মেন্ট পণ্যের ৩৪০টি কার্টনের মধ্যে সাতটিতে ১৫ কেজি ৬৫৮ গ্রাম পাউডার জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় এটি প্রথম শ্রেণির মাদক। মূলত ইয়াবা তৈরির উপাদান দিয়ে কোকেনসদৃশ এই মাদক উৎপাদন করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, কেরানীগঞ্জের নেপচুন ফ্রেইট লিমিটেড নামের একটি কোম্পানিটির মালিকের নাম রুবেল হোসেন।

ইউনাইটেড ট্রেড নামের প্রতিষ্ঠানের মাধ্যমে এই পণ্যগুলো প্যাকিং করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর