শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ঢাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদানের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে ঘটনাটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ‘চরম অবহেলার দৃষ্টান্ত’ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়োগের দীর্ঘসূত্রতার কারণে শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদানের প্রয়োজনে এ ধরনের দায়িত্ব প্রদানের বিষয়টি কোনোভাবেই গ্রহণযােগ্য হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে, উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলার একটি দৃষ্টান্ত। কর্তৃপক্ষের এহেন        অবহেলা ও বাস্তবতাবিবর্জিত সিদ্ধান্তে সমিতি গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের পদক্ষেপের ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। কাজেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে যত্নবান থাকার আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর