ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচারে নেমেই গতকাল দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে পড়লেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। প্রতীক পাওয়ার পর জুমার নামাজ শেষে প্রচারে নামেন বিএনপি প্রার্থী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর। একই জায়গায় কালো পতাকা মিছিল বের করে বিএনপি মহাসচিবের বাসায় হামলার ঘটনায় বহিষ্কৃত ও গুলশান কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত নেতা-কর্মী ও তাদের অনুসারীরা। তারা গুলশানে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিনে সংঘর্ষের ঘটনার বিচার চেয়েছেন। জানা যায়, জুমার নামাজ শেষে প্রথমে এস এম জাহাঙ্গীর বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ মিছিল নিয়ে প্রচারে বের হন। উত্তরার রবীন্দ্র সরণি দিয়ে যখন বিএনপি প্রার্থী নেতা-কর্মীদের নিয়ে যাচ্ছিলেন তখন পেছন থেকে মিছিল বের করেন বহিষ্কৃৃত ও গুলশান কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত নেতা-কর্মী ও তাদের অনুসারীরা। এ সময় তারা কালো পতাকা প্রদর্শন করে জাহাঙ্গীরের বিচার দাবিতে স্লোগান দিতে থাকে। পতাকা মিছিলটি সংগ্রাম মোড়ে পৌঁছার আগে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপি প্রার্থীর মিছিলে থাকা নেতা-কর্মীরা এলোমেলো হয়ে পড়েন। পরে অবশ্য প্রচার শুরু করেন জাহাঙ্গীর। বিক্ষুব্ধ অংশের নেতা মতিউর রহমান বলেন, জাহাঙ্গীরের বহিষ্কার দাবি করে আমরা প্রার্থীর মিছিলের শেষভাগে কালো পতাকা প্রদর্শন করে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। অবশ্য বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের দাবি, বিক্ষুব্ধরা ক্ষমতাসীন আওয়ামী লীগের ইন্ধনে বিচ্ছৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। গণসংযোগে জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন-আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, আমিনুল হক প্রমুখ।
শিরোনাম
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
ঢাকা-১৮ উপনির্বাচন
প্রচারে নেমেই বিক্ষুব্ধদের প্রতিবাদের মুখে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর
দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর