শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
ঢাকা-১৮ উপনির্বাচন

প্রচারে নেমেই বিক্ষুব্ধদের প্রতিবাদের মুখে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচারে নেমেই গতকাল দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে পড়লেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। প্রতীক পাওয়ার পর জুমার নামাজ শেষে প্রচারে নামেন বিএনপি প্রার্থী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর। একই জায়গায় কালো পতাকা মিছিল বের করে বিএনপি মহাসচিবের বাসায় হামলার ঘটনায় বহিষ্কৃত ও গুলশান কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত নেতা-কর্মী ও তাদের অনুসারীরা। তারা গুলশানে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিনে সংঘর্ষের ঘটনার বিচার চেয়েছেন। জানা যায়, জুমার নামাজ শেষে প্রথমে এস এম জাহাঙ্গীর বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ মিছিল নিয়ে প্রচারে বের হন। উত্তরার রবীন্দ্র সরণি দিয়ে যখন বিএনপি প্রার্থী নেতা-কর্মীদের নিয়ে যাচ্ছিলেন তখন পেছন থেকে মিছিল বের করেন বহিষ্কৃৃত ও গুলশান কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত নেতা-কর্মী ও তাদের অনুসারীরা। এ সময় তারা কালো পতাকা প্রদর্শন করে জাহাঙ্গীরের বিচার দাবিতে স্লোগান দিতে থাকে। পতাকা মিছিলটি সংগ্রাম মোড়ে পৌঁছার আগে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপি প্রার্থীর মিছিলে থাকা নেতা-কর্মীরা এলোমেলো হয়ে পড়েন। পরে অবশ্য প্রচার শুরু করেন জাহাঙ্গীর। বিক্ষুব্ধ অংশের নেতা মতিউর রহমান বলেন, জাহাঙ্গীরের বহিষ্কার দাবি করে আমরা প্রার্থীর মিছিলের শেষভাগে কালো পতাকা প্রদর্শন করে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। অবশ্য বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের দাবি, বিক্ষুব্ধরা ক্ষমতাসীন আওয়ামী লীগের ইন্ধনে বিচ্ছৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। গণসংযোগে জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন-আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, আমিনুল হক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর